ইস্রাফিল হােসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাবে দীঘদিন ধরে বালু দােসরা বালি উত্তোলন করছে। এমন অভিযােগের ভিত্তিতে, কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মহসিন উদ্দিনের নেতৃত্বে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ৯ জন কে আটক করে বিভিন্ন মেয়াদি কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ জানুয়ারি) রাত ৯টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মহসিন উদ্দিনের নেতৃত্বে ভেড়ামারা উপজেলার রায়টা ঘাট, ইসলামপুর ঘাট, পুরাতন ফেরীঘাট ও মসলেমপুর বালু ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
৯ জন কে আটক করা হয়েছে এ বিষয় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ভেড়ামারার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে শুরু করে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে মিরপুর সেক্টরের ৪৭ ব্যাটালিয়নের একটি চৌকস দল, ভেড়ামারা থানা পুলিশ এবং পাবনার নৌ পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টিম অংশ নেয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিনের নেতৃত্বে পশ্চিম বাহিরচরের হার্ডিঞ্জব্রিজ, ফেরিঘাট, মোসলেমপুর ঘাট, গোলাপনগরের বাগগাড়িপোল, কৈগাড়িপাড়া এবং রায়টা পাথরঘাটায় যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কাজে জড়িত থাকার দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তদের মধ্যে শুভ রায়হানকে তিন দিনের, মো. আবুল কালাম, মো. আনারুল ইসলাম, মো. সোহাগ হোসেন ও আল আমিনকে পাঁচ দিন করে, মো. আতিয়ার মিয়াকে সাত দিনের, শিমুল হোসেন ও শরিফুল ইসলামকে ১৫ দিনের এবং মো. চঞ্চল হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসাইন বলেন, ভেড়ামারার বেশ কয়েকটি পয়েন্ট থেকে অবৈধভাবে বিনা অনুমতিতে বালু পরিবহন ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ১৫ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha