মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুর কানাইপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কানাইপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন এর সভাপতিত্বে এবং প্রশাসনিক কর্মকর্তা মো: আবুল কালাম আজাদের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মো আ: মোতালেব শেখ, কানাইপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ লিয়াকত মাতুব্বর, স্বাস্থ্য সহকারী হিমাংশু মজুমদার, কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অভিজিৎ রায়, শিক্ষক ও সাংবাদিক জাহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লতিফা প্রমুখ।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন উপস্থিত সকলকে তারুণ্যের উৎসব ২০২৫ পালনে সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha