মো: হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অভিযোগে দুটি ইটভাটা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজিব এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মেসার্স মনোয়ারা ব্রিক্স এর মালিক নিজাম উদ্দিন চৌধুরী ও মেসার্স এ.এ ব্রিক্স ফিল্ডের মালিক মো. আরিফ এবং সোহেল কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইট তৈরি করছিলেন। তাদের কাছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং অন্যান্য বৈধ কাগজপত্র ছিল না। তাই, পরিবেশ আইনে তাদেরকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এই দুই ব্রিকফিল্ডকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এ সময় উপ-পরিচালক মিহির লাল সরদার বলেন, “এই দুটি ব্রিকফিল্ডে অভিযান চালিয়ে দেখা গেছে, তারা কৃষি জমি ব্যবহার করে অবৈধভাবে ইট তৈরি করছে। তাদের বৈধ কোন কাগজপত্র নেই, যার কারণে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha