রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে বিশেষ অভিযান চালিয়ে হামিদুল (৩২) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে নাটোর জেলা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার অর্জুনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নাটোর ডিবি পুলিশের ইন্সপেক্টর-২ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর-২ নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার অর্জুনপুর মধ্যপাড়া এলাকার ইসরাইলের আম বাগানে অভিযান চালায়। এ সময় বাগানে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পলিথিনে মোড়ানো ১ কেজি শুকনো গাঁজাসহ হামিদুল নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়। গাঁজা ব্যবসায়ী হামিদুল অর্জুনপুর গ্রামের ইনছার আলীর ছেলে।
এ ঘটনায় লালপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha