প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের পটিয়া রেলওয়ে স্টেশনের কাছেই শ্রীমাই খালের উপর নির্মিত সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিগত বন্যায় সেতুটি বিধ্বস্ত হয়ে যায়, কিন্তু পরবর্তীতে রেল কর্তৃপক্ষ সেতুটির মেরামত করলেও এর অবকাঠামো খুবই দুর্বল। এর ফলে ঢাকা-চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী ট্রেনগুলো এই সেতুর ওপর দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে।
বর্তমানে, এই সেতু দিয়ে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজারের মধ্যে চলাচল করা তিনটি ট্রেনের তিন জোড়া— পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস এবং ঈদ স্পেশাল ট্রেন চলাচল করছে। এছাড়া, সৈকত এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস নামে আরো দুটি ট্রেন অচিরেই চালু হতে যাচ্ছে।
দীর্ঘদিন ধরে সেতুটির এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ে স্থানীয়রা উদ্বিগ্ন। তারা জানাচ্ছেন, সেতুটি যেভাবে মেরামত করা হয়েছে, তা মোটেও পর্যাপ্ত নয় এবং যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাদের দাবি, রেল কর্তৃপক্ষকে সেতুটির যথাযথ সংস্কার করা অথবা নতুন সেতু নির্মাণ করা উচিত।
এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, সেতুটির প্রাথমিক সংস্কার সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ট্রেন চলাচল করছে। তবে, সেতুটি আরও সংস্কারের পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha