মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় ৭০ বছর বয়সী ওহাব মাতুব্বর নামের এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যা করে একটি ফাঁকা বাড়ির তৃতীয় তলায় মরদেহের হাত-পা বেঁধে রেখে পালিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনা সম্পর্কে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, ফরিদপুর পুলিশের উর্ধতন কর্মকর্তারা এবং সিআইডির টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে।
বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধ ওহাব মাতুব্বর ছিলেন তুজারপুর গ্রামের বাসিন্দা এবং নাসিরাবাদ আলেখারকান্দা গ্রামের প্রয়াত ডাক্তার জামাল উদ্দিন খলিফার বাড়ির কেয়ারটেকার।
পুলিশ ও স্থানীয়রা জানান, ডাক্তার জামাল খলিফার মৃত্যুর পর তার তিনতলা বাড়িটি ফাঁকা ছিল। জামালের দুই মেয়ে পরিবারসহ ঢাকায় বাস করেন, ফলে বাড়িটির দেখভাল করতেন ওহাব মাতুব্বর। তবে গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর বাড়িটি অন্ধকারে ছিল, যেখানে সাধারণত সন্ধ্যার পর চারপাশ আলোয় ঝলমল করত। আজও সন্ধ্যার পর বাড়িটি অন্ধকারাচ্ছন্ন এবং সুনসান নীরবতা দেখে প্রতিবেশীরা সন্দেহ করেন। তারা কয়েকজন মই দিয়ে বাড়ির তৃতীয় তলার জানালায় উঠে দুর্গন্ধ পান। এরপর তারা দ্রুত ভাঙ্গা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল জানান, তিনি ও ভাঙ্গা থানার ওসি ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক ধারণা করছেন এটি একটি হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha