মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী এ পি এস সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে দুদকের নিয়মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আখতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে অস্বাভাবিক লেনদেনের কারণে আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের বিরুদ্ধে। শিখর মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য।
দুদক মহাপরিচালক জানান, সরকারি চাকরিতে দ্বৈত নাগরিকদের তথ্য চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। দ্বৈত নাগরিকরা অনেক সময় মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত থাকে। এজন্য ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে, গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ৬ কোটি ১০ লাখ টাকা বেশি সম্পদ অর্জনসহ অস্বাভাবিক লেনদেনের কারণে মানি লন্ডারিং মামলার সিদ্ধান্ত হয়েছে। আবুল কালাম আজাদের স্ত্রীর সম্পদের হিসাবও দাখিল করতে বলেছে দুদক।
এর আগে, গত ১৫ অক্টোবর শেখ হাসিনার পার্সোনাল সহকারী এ পি এস সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha