রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে একটি স্কুলের অফিস কক্ষের গ্রিল ভেঙে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ জানুয়ারি) ভোর রাতে উপজেলার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায় বাদী হয়ে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ছুটি শেষে বিদ্যালয়ের অফিস কক্ষ তালা দিয়ে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও কর্মচারীরা বাড়ি চলে যান। বুধবার সকালে বিদ্যালয়ের অফিস খোলার পর দেখা যায় ভেতরের আসবাবপত্র ও কাগজপত্র তছনছ করে ফেলে রাখা হয়েছে। এ সময় কক্ষের বিভিন্ন জিনিসপত্রের খোঁজ করে দেখা যায়, ১৬ ইঞ্চির একটি এলইডি টিভি, তিন কেজি ওজনের কাঁসার তৈরি একটি ঘন্টা, একটি অণুবীক্ষণ যন্ত্র ও কিছু কাগজপত্রসহ প্রায় ৬০ হাজার টাকা মূল্যের জিনিসপত্র কে বা কারা নিয়ে গেছে।
প্রধান শিক্ষক তপন কুমার রায় জানান, সিসি ক্যামেরায় দেখা যায় বুধবার ভোর রাতে অফিস কক্ষে বাথরুমের পেছনের জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কে বা কারা এই ঘটনা ঘটাতে পারে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। ঘটনার পর চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে লালপুর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, "অভিযোগ পেয়ে পুলিশ চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। দ্রুত চোরকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha