ছোটগল্প
সকাল থেকেই আকাশ ঢেকে আছে কুয়াশায়। সূর্যটা আজ বেরোবার নামই নিচ্ছে না। কুয়াশায় মোড়া চারপাশ যেন এক অদ্ভুত নীরবতা বয়ে নিয়ে এসেছে। শহরের রাস্তায় গাড়িও কম, গাছের পাতাগুলোও হিম হয়ে আছে !
রেহান হাঁটছে শহরের পথে, মনটা খারাপ। কাল রাত থেকে শৈত্য প্রবাহ শুরু হয়েছে। এমন হাড় কাঁপানো শীতে রেহানের মতো পথশিশুদের জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে। একটা পুরনো চাদর জড়িয়ে, খালি পায়ে সে শহরের পথে পথে ঘুরছে।
হঠাৎ দূর থেকে একটা শব্দ কানে এলো, একটা কুকুরের করুণ কান্না। রেহান এগিয়ে গিয়ে দেখল, ছোট্ট একটা কুকুরছানা কাঁপছে শীতের তীব্রতায়। কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছে না।
রেহান কুকুরছানাটিকে তুলে নিজের পুরাতন চাদরের ভেতর নিয়ে নিল। সে জানে, শীতের এমন দিনগুলোতে একে অপরকে সাহায্য ছাড়া বাঁচা সম্ভব নয়। কুকুরছানাটি একটু উষ্ণতা পেয়ে শান্ত হয়ে গেল। রেহানের মুখেও একটু হাসি ফুটলো।
তাদের দুজনের সেই ক্ষুদ্র উষ্ণতা যেন শৈত্য প্রবাহের বিপরীতে এক টুকরো মানবিকতার ছোঁয়া…।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha