মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে পান্না গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ভলভো ব্যাটারির সিসা কারখানায় রোটারি ড্রাম বিস্ফোরণের কারণে অগ্নিদগ্ধ হয়ে নিহত মোঃ ফারুক শেখের জানাযার নামাজ ও দাফন সম্পূর্ণ হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) বাদ মাগরিব তার নিজ বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নিহত ফারুক শেখ উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত রতন শেখের পুত্র। মৃত্যুর পূর্বে তিনি স্ত্রী, তিন সন্তান, মা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পুরো পরিবারে চলছে শোকের মাতম।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন পান্না গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ভলভো ব্যাটারির সিসা কারখানার (এমডি) আলহাজ্ব মোঃ লোকমান হোসেন মিয়া। রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ সহ এলাকার শত শত মুসল্লী। এ সময় প্রতিষ্ঠানের (এমডি) নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং নিহত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি নিহত পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মধুখালী পৌরসভার পরীক্ষিতপুর এলাকায় আলতু খান জুট মিলের ভেতরে অবস্থিত সিসা কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিন শ্রমিক গুরুতর আহত হন। তারা হলেন, উপজেলার মেছোড়দিয়া গ্রামের মোঃ শাহাবুদ্দিন (৩৫), বোয়ালিয়া গ্রামের ফারুক (৩৪) এবং চাঁনপুর গ্রামের বিপ্লব (৩৪)। আহত ৩ শ্রমিককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ৬ জানুয়ারি সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফারুক শেখ মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha