ফরিদপুরের আলফাডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী ও আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা হাজী ময়েনউদ্দিন (৭৩) মারা গেছেন ( ইন্নালিল্লাহি.....রাজিউন)।
বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দুই সপ্তাহ আগে আলফাডাঙ্গা থেকে তার নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিটÑ১৯ পজিটিভ আসে। ওই দিনই আলফাডাঙ্গা থেকে তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর আলফাডাঙ্গা সরকারি কলেজ মাঠে জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫