ওবায়দুল হক মানিক, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি
নতুন বাংলাদেশের কনসেপ্ট নিয়ে আমিরাতের আজমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ কমিউনিটির জমকালো আয়োজন। আগামী ১৭ ই জানুয়ারি সন্ধ্যায় এ আয়োজন স্থানীয় উইমেন এসোসিয়েশন হলে অনুষ্ঠিত হবে। আয়োজনে থাকবে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে নতুন নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ ও দুবাইস্থ বাংলাদেশ কন্সূলেটে নতুন নিযুক্ত কনসাল জেনারেল রাশেদুজ্জামানকে বাংলাদেশ কমিউনিটি আরব আমিরাতের পক্ষ থেকে আনুষ্ঠানিক বরণ।
সেই সাথে থাকছে ২৪ /২৫ সালে বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত সিআইপিদের সংবর্ধনা। তাছাড়া এক জমকালো সাংস্কৃতিক আয়োজনও রয়েছে এই অনুষ্ঠান ঘিরে।অনুষ্ঠানকে সাফল করতে সোমবার রাতে সারজায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সভায় দুবাইস্থ বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে ও বাংলাদেশ বিজনেস ফোরাম ইউ এ ই'র সভাপতি কামাল হোসেন সুমনের উপস্থাপনায় সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এতে অংশ নেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম, মীর কামাল, উম্মুল কোয়েন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের আহবায়ক মুজিবর রহমান, জাহাঙ্গীর আলম রুপু, মোহাম্মদ ইউসুফ রানা, সাংবাদিক শিবলী আল সাদিক, সাংবাদিক কামরুল হাসান জনি, সাংবাদিক শেখ ফয়সাল সিদ্দিকী ববি, শিল্পী জাবেদ আহমেদ মাসুম, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, খোরশাদুল আলম জাশেদ, জাকির হোসেন, ইয়াসিন আরাফাত, কবি ওবায়দুল হক, গোলাম সরোয়ার, ওবায়দুল হক মানিক, মোঃ সোহেল, মোঃ আবু তৈয়ব, মানিকুল ইসলাম প্রমুখ।
আগামী ১৭ ই জানুয়ারি এই অনুষ্ঠানকে সফল করতে নয়টি উপকমিটি করা হয়। অনুষ্ঠানে এবার প্রথমবারের মত দেশীয় সংগীতের পাশাপাশি গণসংগীত পরিবেশনেরও ব্যতিক্রম আয়োজন রাখা হয়েছে। তাছাড়া অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের আইন-শৃঙ্খলার প্রতি প্রবাসী বাংলাদেশীদের সচেতনতা, দেশে রেমিটেন্সের গতি প্রবাহ বৃদ্ধি ও প্রবাসে বাংলাদেশীদের অপরাধ প্রবণতা কমিয়ে এনে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে কমিউনিটির পক্ষে একটি সম্মিলিত বার্তা আমিরাতে অবস্থানরত পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তাছাড়া অনুষ্ঠানে দেশী বিদেশী অতিথি সহ আমন্ত্রণ জানানো হয়েছে, রাজ পরিবারের সদস্যদের।পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক
শিক্ষার্থী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, পেশাজীবী, নারীর উদ্যোক্তা, সাংবাদিক সহ সাধারণ প্রবাসীরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha