মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের আব্দুল খালেক ডিগ্রী কলেজ এর বরখাস্তকৃত শিক্ষকদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে ফরিদপুরে প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সহ সভাপতি শেখ মনির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল এর সঞ্চালনায় এ সময় লিখিত বক্তব্য পেশ করেন আব্দুল খালেক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ সেলিম হোসেন ।
সংবাদ সম্মেলনে তিনি আব্দুল খালেক ডিগ্রী কলেজ এর বরখাস্তকৃত ৩ জন শিক্ষকদের বিরুদ্ধে (শিক্ষক মোঃ মনজুর হোসেন, মোঃ সাহেব আলী, মোঃ ইকবাল হোসেনের) বিরুদ্ধে আনিত অভিযোগ প্রসঙ্গে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলেজর গভর্নিং বডির সভাপতি মোঃ ফিরোজ হায়দার, গেরদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, মোঃ শফিউদ্দিন মোল্লা, গভর্নিং বডি কমিটির সদস্য প্রভাষক কামরুজ্জামান কামাল, প্রভাষক মোঃ আলমগীর হোসেন শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এ সময় তারা বরখাস্তকৃত তিনজন শিক্ষক মোঃ মনজুর হোসেন, মোঃ সাহেব আলী এবং মোঃ ইকবাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ আনেন।
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষকদের উপর প্রণীত নির্বাচন নীতিমালা ভঙ্গ করে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছে বলে অভিযোগ আনেন।
২০২৩ এ কলেজের নির্বাচনী পরীক্ষায় বোর্ড প্রশ্ন হুবহু কপি করার অভিযোগ আনা হয়। উপরিউক্ত তিনজন শিক্ষক কলেজের চাকরির নিয়ম এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত ছিল বলে বক্তারা অভিযোগ করেন।
কলেজের নিয়মিত কমিটি বাতিল যে আবেদন করে তারা রাজনৈতিক ফায়দা হাসিলের অভিযোগের পাশাপাশি তাদের বিরুদ্ধে আনা লিখিত অভিযোগ পেশ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha