ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শতাধিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক ছাত্র-ছাত্রীদের মধ্যে উপবৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১ জুলাই) এই উপবৃত্তি প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসান্মাৎ রেখা পারভীন।
অনুষ্ঠানে ১শ ২৯ জন ছাত্র-ছাত্রীদের এই উপবৃত্তি প্রদান করা হয়। বোয়ালমারী পৌরসভার ৫৬ জন, উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের ৪১ জন এবং ঘোষপুর ইউনিয়নের বাহিরনগর গ্রামের ৩২ জনকে এই উপবৃত্তি প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে দেয়া এই উপবৃত্তির আওতায় ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের প্রতি মাসে ২শ টাকা, ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ৫শ টাকা এবং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের ৮শ টাকা করে প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha