রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টর ভূঁইয়া বাড়ি ব্রিজের পাশ থেকে অজ্ঞাত এক নারীর (২৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ৬ জানুয়ারি সোমবার সকালে পূর্বাচলের কাঞ্চন- কুড়িল বিশ্বরোড সড়কের পাশে গুতিয়াবো সরকারি প্রাইমারি স্কুলের উত্তর পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সোমবার সকাল ৭ টার দিকে রাস্তার পাশে এক নারীর গলা কাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরেদহটি উদ্ধার করে।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) মেহেদী ইসলাম বলেন, উদ্ধার হওয়া মরদেহের গলায় ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে একটি ছুরি পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতের কোন এক সময় রাস্তার পাশেই তাকে জবাই করে হত্যা করে ফেলে রেখে গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । এ ঘটনায় রূপগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha