মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টর সদর দফতরে বৈদ্যুতিক (সার্ভিস) সংযোগের তার চুরির সময় মো. শামীম আহমেদকে (২৪) হাতেনাতে আটক করেছে বিজিবি। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
শনিবার (৪ জানুয়ারি) রাত ১০টার দিকে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক শামিম মিরপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মো. নুর ইসলামের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কুষ্টিয়া সেক্টর সদর দফতরের মধ্যে ইলেকট্রনিক তার চুরি হয়। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করা হয়। পরে চুরির বিষয়টি সে স্বীকার করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, কুষ্টিয়া সেক্টর সদর দফতরে ইলেকট্রনিক তার চুরির সময় মো. শামীম আহমেদ নামে এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটক যুবকের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha