মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে একটি পরিত্যক্ত ভবন থেকে ১৮৯১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যরা। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা।
রবিবার (৫ জানুয়ারি) রাত ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময়, মিরপুর রেলওয়ে স্টেশন থেকে আনুমানিক ৩০ গজ পূর্বদিকে একটি পরিত্যক্ত ভবন থেকে মালিকবিহীন অবস্থায় ১৮৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৬৭ হাজার ৩০০ টাকা। উদ্ধার করা ইয়াবা ধ্বংসের জন্য কুষ্টিয়া ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা রাখা হয়েছে।
এ বিষয়ে, মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha