মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে চার দফা দাবী আদায়ের লক্ষ্যে ম্যাটস এর শিক্ষার্থীদের কর্মসূচি চলছে। আজ বায়ান্ন দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জনসহ একাডেমিক ও প্রশাসনিক ভবন তালা দিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীবৃন্দ।
এর অংশ হিসেবে আজ রবিবার বেলা বারোটার দিকে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর উদ্যোগে সংগঠনের সমন্বয়ক দেলওয়ার হুসাইন সজিব এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা ।
এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর সমন্বয়ক আদনান আহমেদ, ম্যাটসে্র প্রথম বর্ষের শিক্ষার্থী তালহা, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোয়াইবুর রহমান, তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাফি, মো: সজিব শেখ, সিয়াম, মীম, প্রমুখ ।
মানব বন্ধন কর্মসূচীতে সতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড, অসংগতিপুর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, ১ বছরের ভাতাসহ ৪ দফা দাবী বাস্তবায়নের দাবী দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানায়।
উল্লখ্য, দাবীসমূহ পূরন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ফরিদপুর ম্যাটসের শিক্ষার্থীরা লাগাতার ক্লাশ
পরীক্ষা বর্জন, একাডেমিক ও প্রশাসনিক ভবন তালা দিয়ে অন্যান্য কর্মসূচী পালন করবে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫