আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ)গভীর নলকূপে অপারেটর নিয়োগে অনিয়ম- দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।স্থানীয়দের অভিযোগ, সহকারী প্রকৌশলী জামিনুর রহমান আর্থিক সুবিধার বিনিময়ে নীতিমালা লঙ্ঘন করে আওয়ামী লীগের নেতাকর্মীদের অপারেটর নিয়োগ দিয়েছেন। এছাড়াও স্বজনপ্রীতি করে আত্মীয়-স্বজনদের পাশাপাশি একটি রাজনৈতিক দলের নেতাদের তদ্বির ও সুপারিশে আওয়ামী মতাদর্শীদের অপারেটর নিয়োগ দিয়েছেন। অথচ যে কার্যক্রমের সঙ্গে সরাসরি জামায়াতের কোনো সম্পৃক্ততা নাই সেই অপারেটর নিয়োগ নিয়ে একটি মহল জামায়াতের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কারণ জামায়াতের তদ্বির বা সুপারিশে যদি অপারেটর নিয়োগ হয়। তাহলে উপজেলা জুড়ে তাদের তো হাতেগোনা কয়েকজন অপারেটর নিয়োগ হবার কথা নয় ?
এদিকে গত ১ জানুয়ারী বুধবার গভীর নলকূপে অপারেটর নিয়োগে অনিয়ম- দুর্নীতি, সহকারী প্রকৌশলী জামিনুর রহমানের অপসারণ ও অপারেটর নিয়োগ স্থগিত এবং আওয়ামী মতাদর্শী অপারেটরদের অব্যাহতি দিয়ে নতুন অপারেটর নিয়োগের দাবিতে বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা বিএমডিএ কার্যালয় ঘেরাও, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন।
অন্যদিকে গত ২ জানুয়ারী বৃহস্পতিবার কৃষক সমাজের ব্যানারে ডিপ নিয়ে অনিয়ম, দখলবাজি ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,উপজেলায় বিএমডিএর ৫৩৬টি ও ব্যক্তি মালিকানাধীন ১৬টি গভীর নলকুপ রয়েছে। গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এবং গত ৩ নভেম্বর অপারেটর নিয়োগের আবেদন ফরম বিতরণ শুরু করা হয়। প্রতিটি ফরমের জন্য অফেরতযোগ্য এক হাজার টাকা করে আদায় করা হয়।উপজেলায় গভীর নলকূপের অপারেটর পদে এক হাজার ৫৯৬টি আবেদন বিক্রি হলেও জমা পড়ে এক হাজার ৫৩০টি। গত ১৯ ডিসেম্বর, ২২ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর গভীর নলকূপের অপারেটর নিয়োগ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে বিএনপির একশ্রেণীর নেতার অভিযোগ আওয়ামী লীগের উপর ভর করে জামায়াত ক্ষমতার মসনদে যেতে মরিয়া হয়ে উঠেছে।যে কারণে জামায়াতের নেতারা স্বৈরাচার আওয়ামী লীগের সঙে আঁতাত করে আওয়ামী দোসরদের পুনর্বাসন করছেন। ফলে জামায়াতের তদ্বির সুপারিশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অপারেটর নিয়োগ পেয়েছেন।
অন্যদিকে জামায়াত নেতাকর্মীদের দাবী তারা আঁতাতের রাজনীতি করে না। বিএনপির একশ্রেণীর নেতা আর্থিক সুবিধা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের তদ্বির ও সুপারিশ করেছেন।এখন নিজেদের অপকর্ম আড়াল করে ভিন্নখাতে প্রভাবিত করতে জামায়াতের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে।স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা বলছে, বিগত আওয়ামী লীগের ১৭ বছর জামায়াতের কতজন নেতার নামে মামলা হয়েছে,আর বিএনপির কতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।জামায়াতের কতজন নেতা কারাভোগ করেছে,আর বিএনপির কতজন কারাভোগ করেছেন। জামায়াতের কতজন নেতাকর্মী পরিবার-পরিজন রেখে রাতের পর রাত পালিয়ে বেড়িয়েছেন,আর বিএনপির কতজন নেতাকর্মী পরিবার-পরিজন রেখে পালিয়ে বেড়িয়েছেন। জামায়াতের কতজন নেতাকর্মীর চাকরি হয়েছে,আর বিএনপির কতজন নেতাকর্মীর চাকরি হয়েছে। এছাড়াও বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে কারা গোপণে ধানের শীষ প্রতিকের বিপক্ষে ভোট করেছিলেন ইত্যাদি পর্যালোচনা করা হলেই প্রকৃত রহস্য জনগণের মাঝে উম্মোচিত হবে কারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের রাজনীতি করেন। আর এসব বোঝার জন্য কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ হবার প্রয়োজন নাই।
সুত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের পুত্র রাসেল, সাবেক সভাপতি গোলাম রাব্বানী ভাই শফিকুল ইসলাম, চাঁন্দুড়িয়া ইউপি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মজিবুর রহমানের ভাই হাবিবুর রহমান হবি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুকুল কুমার ঘোষপ্রমুখ। অপারেটর নিয়োগ পেয়েছেন।
এদিকে জামায়াত নেতাদের দাবি আওয়ামী মতাদর্শী যারা অপারেটর নিয়োগ পেয়েছেন তাদের সঙ্গে কাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে, হাট-বাজারে তাদের সঙ্গে বসে কারা আড্ডা দেন, তাদের সঙ্গে বসে এক টেবিলে কারা চা পান করেন,তাদের সঙ্গে কাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইত্যাদি বিবেচনা করা হলেই তাদের অপারেটর নিয়োগে কাদের সখ্যতা রয়েছে সেটা বেরিয়ে আসবে।এবিষয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা ও বিএনপির নেতারা নির্বাহীর দপ্তরে মিটিং করে বিতর্কিত যারা নিয়োগ পেয়েছেন তাদের ব্যাপারে তদন্ত করে বাদ দেয়ার প্রয়োজন হলে দিতে হবে বলে জানিয়েছি।
আপনারা তো বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ সভা করে সহকারী প্রকৌশলী ও তার ভায়ের পক্ষ নিয়েছেন এমন প্রশ্ন করা হলে তিনি জানান, তাদের পক্ষ নেয়া হয়নি আমরা ডিপ দখলবাজি,অনিয়ম ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদ করেছি।এবিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান বলেন, স্বৈরাচার আওয়ামী দোসরদের যারা পক্ষ নিবেন আমরা সাংগঠনিকভাবে তাদের প্রতিরোধ করবো। আমাদের দাবি ছিল অপারেটর নিয়োগ কেন আওয়ামী লীগকে দেয়া হয়েছে সেটা বাতিল করতে হবে। কিন্তু জামায়াত তাদের পক্ষ নিয়ে আমাদের বিপক্ষে প্রতিবাদ মিছিল করেছে এটা অত্যান্ত দু:খজনক। জামায়াতকে এধরণের কর্মসূচি পালন থেকে বিরত থাকার আহবান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha