ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
রূপপুরে ভবন থেকে লাফিয়ে প্রাণ দিলেন রুশ নারী ছবিতে রুশ নারী পুসতারুক কেসিনিয়া পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আবাসিক ভবনের চারতলা থেকে লাফিয়ে পুসতারুক কেসিনিয়া (৪০) নামে এক রুশ নারী আত্মহত্যা করেছেন। শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে আত্মহত্যা করেন তিনি।
তিনি রূপপুর প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এসএমইউ-১ কোম্পানিতে কর্মরত ছিলেন। স্বামীসহ তিনি গ্রিনসিটির ৯ নম্বর ভবনের ৪২ নম্বর ফ্ল্যাটে থাকতেন।
পুলিশ জানায়, ভবনের নিচে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই রুশ নারী। খবর পেয়ে, আবাসিক গ্রিনসিটির চিকিৎসক গিয়ে তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে জানানো হলে অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামী, ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম, রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, রুশ নারীর মরদেহ উদ্ধারের পর সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ওসি আরো জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো ঘটনার কারণে এমনটা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha