তাহসিনুল আলম সৌরভ, সুবর্নচর (নোয়াখালী) প্রতিনিধি
অব্যাহত সড়ক দূর্ঘটনায় মানুষজন হতাহতের পর নোয়াখালী- ফেনী ফোর লেইন মহাসড়কের সেনবাগে ফুট ওভার ব্রিজ নির্মাণ, জেব্রা ক্রসিং, গতি নিয়ন্ত্রন সংক্রান্ত সাইনবোর্ড স্থ্পান ও নিরাপদ সড়কের দাবীতে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ, শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও ফতেহ্পুর ইসলামিয়া মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের লোকজন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী ফেনী-নোয়াখালী ফোর লেইন মহাসড়কের সেনবাগ উপজেলার হাজনীখাল লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের সামনে তিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও এলাকাবাসী ওই মানববন্ধন কর্মসূটি পালন করে।
ছাত্র প্রতিনিধি সহিদ হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজের অধ্যক্ষ নুরুল আলম সবুজ, নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য রাজনৈতিক ব্যাক্তিত্ব জহিরুল ইসলাম জহির, রাজনৈতিক ব্যাক্তিত্ব ও ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন দুলাল, রাজনৈতিক ব্যাক্তিত্ব সামছুল হক সামু, শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল নাথ, ফতেহ্পুর ইসলামিয়া মাদরাসার শিক্ষক দেলোয়ার হোসেন, স্বেচ্চাসেবী সংগঠন ইনসাফের রিয়াদ হাসান রুবেল ও কলেজ শিক্ষার্থী সাবিকুন নাহার খুশবো প্রমুখ।
প্রসঙ্গ; বিগত দুই বছর আগে ফেনী-নোয়াখালী ফোর লেইনে উন্নীত হয়। কিন্তু বিভিন্ন বাজার ও বিদ্যালয় সংলগ্ন এলাকায় অপরিকল্পিত ভারে ইউটার্ণ দেওয়া হয়। ওই টার্ণ গুলোতে জেব্র ক্রসিং ও রাস্তার পাশ্বে গতি নিয়ন্ত্রণ সংম্বলিত সাইনবোর্ড না দেওয়ায় প্রায় সময় সড়ক দুর্ঘটনা সংগঠিত হচ্ছে। গত তিন মাসে এ মহাসড়কের হাজনীখাল লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজে এলাকায় ৫জন নিহত ও বহু আহত হয়ে বর্তমানে পুঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন যাপন করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha