রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ উপলক্ষে বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রদল ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।
প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ২ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে বোয়ালমারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ খান রাব্বির সভাপতিত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরসভার কার্যালয় থেকে বের হয়। মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে পৌরশহরের চৌরাস্তায় শেষ করে সেখানেই সংক্ষিপ্তভাবে আলোচনা সভার ব্যবস্থা করা হয়।
এ সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফাইরুজ সাদাফ দীপ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিব হোসাইন, যুগ্ম আহবায়ক পুলক সাহা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এনামুল মুন্সী, কলেজ ছাত্রদলের আহবায়ক রবিন মোল্যা, সদস্য সচিব আনিসুর রহমান সাদ্দাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জায় সাহা প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha