রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউপির পালেরডাঙ্গী গ্রামে ইউপি সদস্য নজরুল ইসলামের বাড়িতে মঙ্গলবার ২৯ জুন রাত পৌনে ১২টার দিকে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা হানা দেয়।
সন্ত্রাসীরা নজরুল ইসলামের ঘরের দরজায় আঘাত করলে দরজার খিল ভেঙ্গে যায়। ভয়ে শোর-চিৎকার করলে সন্ত্রাসীরা দু’টি ফায়ার করে। এতে নজরুল মেম্বার (৪০), তার স্ত্রী রুনা পারভীন (৩৫) ও পুত্র তামিম (৮) ছররা গুলিতে কমবেশী আহত হয়।
নজরুল ইসলাম সরিষা ইউপির ৪নং ওয়ার্ডের পরপর দুইবারের নির্বাচিত মেম্বার। তার পিতার নাম মৃত লোকমান সরদার। ঘটনার রাতেই আহতদের পাংশা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রাতেই নজরুল মেম্বারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
করোনা ও লকডাউন পরিস্থিতির কারণে বুধবার ৩০ জুন সকালে আহতরা বাড়িতে ফিরলেও পুরোপরি সুস্থ্যতার জন্য বুধবার বিকেলে নজরুল মেম্বার তার স্ত্রী রুনা পারভীন ও পুত্র তামিমকে নিয়ে পুনরায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা যায়, পালেরডাঙ্গী গ্রামের মৃত সহমত মন্ডলের পুত্র সুকুমার মন্ডল (৪১) কে সোমবার রাত আটটার দিকে কে বা কাহারা মারধর করে। এ নিয়ে ইউপি মেম্বার নজরুল ইসলামকে দোষারোপ করা হয়। তারই ধারাবাহিকতায় নজরুল মেম্বারের বাড়িতে সন্ত্রাসীরা তান্ডব চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ইউপি মেম্বার নজরুল ইসলাম জানান, সোমবার রাতে কে বা কাহারা একই গ্রামের সুকুমার মন্ডলকে মারধর করে। এ নিয়ে তাকে দোষারোপ করা হয়।
নজরুল মেম্বার বলেন, সুকুমার তার এলাকার ভোটার। তার সাথে কোনো বিরোধ নেই। সুকুমার মন্ডলকে মারধরের সাথে কে বা কাহারা জড়িত তা তিনি জানেন না।
কিন্তু মঙ্গলবার রাত পৌঁনে ১২টার দিকে ১০/১২ জনের অস্ত্রধারী সন্ত্রাসীদল তার বাড়িতে হানা দেয়। সন্ত্রাসীদের ছররা গুলিতে তার বাম বগলের নিচে ক্ষত হয়। তার স্ত্রী রুনা পারভীনের চোখমুখে এবং পুত্র তামিমের শরীরও ক্ষত হয়েছে। তারা তিনজনই বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, বুধবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) এমএম শাকিলুজ্জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান, এলাকার পরিবেশ পরিস্থিতি শান্ত আছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার এবং মোটিভ উদঘাটনে থানা পুলিশ তৎপর রয়েছে। ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha