সাদ্দাম হোসেন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়ন খড়িয়া মধ্যপারা গ্রামের এক বাড়িতে রাজনৈতিক প্রতিহিংসায় বাড়ি ঘর ভাংচুর লুটপাট ঘটনার রেশ কাটতে না কাটতেই চুরির ঘটনায় ঘটেছে।
গত ২৫ ডিসেম্বর শিবপুর মডেল থানায় ভুক্তভোগীর পক্ষ চুরির অভিযোগে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক আফ্রাদের ছোট ভাই ফয়সাল আফ্রাদ।
ভুক্তভোগী ফয়সাল আফ্রাদ জানান,গত ১৮ ডিসেম্বর রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। রাতে কোনো এক সময় অজ্ঞাতনামা চোরের দল ঘরে প্রবেশ করে নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। স্থানীয় নিরাপত্তার অভাবের কারণেই এ ঘটনা ঘটেছে। আমার বড় ভাই মোঃ ফারুক আফ্রাদ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সেই সুবাদে গণঅভ্যুত্থানের পর কয়েকটি রাজনৈতিক মামলায় জরানো হয়। এছাড়াও অজ্ঞাত লোকজন বিভিন্ন সময় আমাদের পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যাচ্ছে। এর আগেও বাড়িতে হামলা ভাংচুর লুটপাট হয়। প্রশাসনের প্রতি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আফজাল হোসাইন জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha