রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে শারমিন আক্তার (৩০) নামে এক ভ্যান আরোহীর পথ রোধ করে স্বর্ণালংকারসহ নগদ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (১ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর নতুন মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। শারমিন আক্তার লালপুর উপজেলার নুরুল্লাহপুর গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।
ভুক্তভোগী শারমিন আক্তার জানান, "আমার স্বামী অসুস্থ হওয়ায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। গতকাল (১ জানুয়ারি) রাত সাড়ে আটটার সময় আমি এবং আমার মেয়ে অনুভা আক্তার (১২) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলাম। ভ্যান নবীনগর নতুন মসজিদ এলাকায় পৌঁছালে দুইজন মোটরসাইকেল আরোহী আমাদের পথ রোধ করে। তারা কাছে থাকা দুইটি স্বর্ণের আংটি, একটি গলার চেইন এবং ভ্যানিটি ব্যাগে থাকা নগদ ৮৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।"
এই ঘটনায় শারমিন আক্তার লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, "ছিনতাইয়ের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।"
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha