মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ পালন উপলক্ষে ওয়াকাথন ও কল্যাণ রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) মধ্যাহ্ন ১২টায় সদরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।
এর আগে সকাল সাড়ে ১১টায় সদরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে সদরপুর স্টেডিয়াম পর্যন্ত একটি ওয়াকাথন (মার্চ ফর চ্যারিটি) বের করা হয় যা প্রধান সড়ক ঘুরে সস্থানে সমাপ্ত হয়। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমি শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগমসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী এতিমখানার ছাত্র, সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক জুলাই আন্দোলনে ঢাকার্য বাড্ডায় বাম চোখে গুলিতে আহত চরনাসিরপুর গ্রামের নোমান (২০) নামের এক যুবককে চিকিৎসা সহায়তা প্রদান, ২১ জন এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ৩ জনকে সুবর্ণ সুবর্ণ প্রতিবন্ধী কার্ড প্রদান করা হয়।
এর আগে উপজেলা মৎস্য অধিদপ্তরের সহায়তায় ১৬ জন দুঃস্থ মানুষের মাঝে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha