আজকের তারিখ : ডিসেম্বর ২৭, ২০২৪, ৮:৫৫ এ.এম || প্রকাশকাল : জুন ৩০, ২০২১, ৩:১৫ পি.এম
নড়াইলে ৭০০ পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
নড়াইলের লোহাগড়ার চর ভাটপাডা এলাকা থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশের একটি টিম।
মঙ্গলবার গভীর রাতে (৩০ জুন) মো: সুজন খান (২৪) মো: আরমান খান (১৯) মো: ফারুক (১৯) নামের এই ৩ যুবককে আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে ৭শত পিচ ইয়াবা ও ২হাজার টাকাসহ তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মাসুদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চর ভাটপাডা এলাকা থেকে ওই ৩ যুবককে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সুজন খান (২৪) উপজেলার চর করফা গ্রামের খানজাহান আলীর ছেলে, মোঃ আরমান খান ( ১৯) উপজেলার একই গ্রামের জাহাঙ্গীর খান এর ছেলে, মোঃ ফারুক কক্সবাজার জেলার টেকনাফ থানার কিংমোংখালি গ্রামের জাফর আলীর ছেলে।
লোহাগড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন জানান আটককৃত ৩ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha