আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুরের ঘাষিগ্রাম ইউনিয়নের (ইউপি) মেলান্দী গ্রামে ফসলি জমি ও ফলজ বাগান নস্ট করে অবৈধ পুকুর খননের অভিযোগ উঠেছে। নীতিমালা লঙ্ঘন ও প্রশাসনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে প্রকাশ্যে দিবালোকে চলছে ফসলি জমি ধ্বংসের মহাযজ্ঞ।
বিষয়টি যেনো দেখার কেউ নাই।এঘটনায় গ্রামবাসীর মাঝে চরস ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিন্ত্ত প্রভাবশালী পুকুর মারিকের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কোনো প্রতিবাদ করতে পারছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসি জানান, উপজেলা প্রশাসন ও ৯৯৯ নম্বর ফোন করেও কোনো প্রতিকার হচ্ছে না।
তারা বলেন,এই অবৈধ পুকুর খনন বন্ধ করা না হলে,তার দেখাদেখি এলাকায় অবৈধ পুকুর খননের হিড়িক পড়বে।এছাড়াও এই পুকুর খনন সম্পন্ন হলে ফসলি মাঠে জলাবদ্ধতার কারণে অনেক ফসলি জমির ফসলহানির আশঙ্কা রয়েছে।তারা এবিষয়ে রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha