ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি
বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি দুর্যোগ মুহূর্তে দেশে ও প্রবাসে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি। প্রায় ১৮ বছর ধরে স্থানীয় আর্ত সামাজিক উন্নয়নে সবচেয়ে বড় অবদান রেখে আসছে এই সংগঠন।
সম্প্রতি দুবাইয়ে হয়ে গেল সংগঠনটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। বরিশালের আমেজ ধরে রেখে দুবাইয়ে ক্রুজ ভ্রমণের মাধ্যমে আনুষ্ঠানিক শপথ পাঠ করেন সদস্যরা। সংগঠনের সভাপতি নাজমুল হোসেন সাইদের সভাপতিত্বে ও সহ-সভাপতি সিরাজুল হক ও শহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা রাজা মল্লিক, সিনিয়ার সহ সভাপতি নোমান আফতাব, সহ সভাপতি মফিজুল ইসলাম, সাইয়েদ আমিন, সাহেদ মাস্টার, মামুনুর রশীদ, সিফাত উল্লাহ প্রমুখ।
এর আগে নাজমুল হোসেন সাইদকে সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং রিয়াদ হোসেনেকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামীতে সব ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ডে এই সংগঠন সম্পৃক্ত থাকার কথা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫