খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ টুকু মোল্যা (৩৬) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ টুকু মোল্যা নড়াইল জেলার সদর থানাধীন চাঁচড়া গ্রামের মৃত শাহাদাৎ মোল্যার ছেলে।
গত ৩১ ডিসেম্বর ২০২৪ রাত ১০টা ৩০মি: এর দিকে নড়াইল জেলার সদর থানাধীন তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া গ্রামের ইবাদের মোড় নামক পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) জাহাঙ্গীর আলম, এএসআই(নিঃ) সেলিম মুন্সি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ টুকু মোল্যাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বলেন, এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান, নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর স্যারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫