রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঘা বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার, যিনি বিদ্যালয়টির সভাপতি, উপস্থিত শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক, প্রতিবন্ধী সাহায্য ও সহায়তা কেন্দ্রের কর্মকর্তা মুনসুর আলী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, প্রতিষ্ঠাতা সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদুল ইসলাম কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "শীতবস্ত্র (কম্বল) পেয়ে আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হয়েছে। ইউএনও ম্যাডাম এসে তাদের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, "শীত মৌসুমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শীতের হাত থেকে রক্ষা করতে তাদের শীতবস্ত্র (কম্বল) দেওয়া হয়েছে, যাতে তারা শীতে কষ্ট না পায়।"
এ কার্যক্রমের মাধ্যমে উপজেলা প্রশাসন প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি সহানুভূতির প্রদর্শন করে এবং তাদের জীবনমান উন্নত করার জন্য সহায়ক ভূমিকা রাখছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha