"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"—এই শ্লোগানে রাজশাহীর বাঘায় অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালীটি আয়োজন করে উপজেলা প্রশাসন। র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীটি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার উপস্থিত সকলকে তারুণ্যের শক্তি ও ক্ষমতা কাজে লাগিয়ে একটি উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
তিনি বলেন, "উন্নতশীল বাংলাদেশ গঠনে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারুণ্যের উৎসব ২০২৫ এর আয়োজনের মাধ্যমে আমরা তরুণদের শক্তিকে আরও বেশি কাজে লাগানোর সুযোগ সৃষ্টি করতে চাই।"
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ ফ ম হাসান, সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।