ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় চোরাচালান নিরোধ ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহামেদ, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহমান, বিজিবি কোম্পানি কমান্ডার মো. হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক মো. সাইফুল ইসলাম (শাহীন), খলিশাকুন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মো. জুলমত হোসেন এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
এ সময় সভায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং দমনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, চোরাচালান নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ গ্রহণ ও মাদক বিরোধী কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় উপস্থিত সবাই মিলে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য সম্মিলিত প্রচেষ্টা গ্রহণে একমত হন এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।