মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলা বাস ও মিনিবাস ঐক্য পরিষদের আহবায়ক ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সিদ্দিকী কামরুলকে হত্যার উদ্দেশ্যে হামলাকারী জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুর জেলা বাস ও মিনিবাস মালিক ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা বারোটার দিকে ফরিদপুর গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুর রাশেদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর মোটর ওয়াকার্স ইউনিয়ন ১০৫৫ এর ভারপ্রাপ্ত সভাপতি কামাল মাতুব্বর আন্তজেলা শ্রমিক ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক গোলাম আজাদ মোটর ওয়াকার্স ইউনিয়ন ১০৫৫ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হক তারা সিদ্দিকুর রহমান সিদ্দিক, বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার প্রকাশ স্বরুপ রায় অপু প্রমূখ।
সভায় বক্তারা কামরুল ইসলাম সিদ্দিকীর উপর হামলার চেষ্টার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা বলেন, তার উপর আঘাত করা মানে মালিক শ্রমিকের উপর হামলা করা । তিনি একজন নির্বাচিত প্রতিনিধি। গতকাল সোমবার সন্ধ্যায় মসজিদ থেকে বেরোনোর পর হামলার চেষ্টা করা হয় আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই ।
বক্তারা বলেন, ফরিদপুর কে অস্তুতিশীল করার চেষ্টা করা হচ্ছে । গত কিছুদিন যাবত একটি চক্র এর পিছনে কাজ করছে। তার পরিণাম ভালো হবে না ।
অবিলম্বে এই ঘটনায় জড়িত ইন্দনদাতা কে গ্রেপ্তার করতে হবে এবং তাকে আইনের আওতায় আনা হোক ।
বক্তারা আগামী ৩ জানুয়ারির মধ্যে সকল আসামিদের গ্রেফতার করা হলে পরবর্তীতে আরো ব্যাপক কর্মসূচি গ্রহণ করাবে বলে মানববন্ধন থেকে হূশিয়ারি ব্যক্ত করেন। এরপর একটা বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha