রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর বিরুদ্ধে এশিয়ান টিভিতে সাক্ষাৎকার দেওয়ার সময় স্থানীয় যুবলীগ নেতা আনিসুর রহমান বাচ্চু এক মাদ্রাসা শিক্ষককে হেনস্থা করেছেন।
ঘটনাটি ঘটে ৩০ ডিসেম্বর, সোমবার বিকালে, লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুরে অবস্থিত বিএসবি ইট ভাটায়। ওই সময় ডাঙ্গাপাড়া দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক আহমেদ মুন্না আনসারি, যিনি একজন শিক্ষকও, ইট ভাটায় কাঠ পোড়ানোর কারণে পরিবেশ দূষণের বিষয়টি তুলে ধরে এশিয়ান টিভির সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দিচ্ছিলেন।
আনসারি তার সাক্ষাৎকারে বলেন, "এত বড় কালো ধোঁয়া বের হচ্ছে যে, আশেপাশের সবজি বাগান, ধানের ফসল, লিচু এবং আম বাগান সবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইট ভাটার মালিকের কাছে লাইসেন্স এবং ছাড়পত্রও নেই।"
এই সাক্ষাৎকার চলাকালীন সময়ে, ইট ভাটার মালিক এবং যুবলীগ নেতা আনিসুর রহমান বাচ্চু হঠাৎ করে শিক্ষকের ওপর আক্রমণ করে এবং তাকে জোর করে টেনে নিয়ে যেতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি ফারুক জানান, "সাক্ষাৎকার চলাকালীন সময়ে বাচ্চু এসে শিক্ষক আনসারিকে টেনে নিয়ে যেতে শুরু করেন। আমি বাধা দিলে, তিনি আমাকে সেখান থেকে চলে যেতে বলেন।"
এ বিষয়ে লাঞ্ছিত শিক্ষক আহমেদ মুন্না আনসারি বলেন, "আমি ভাটার পাশ দিয়ে জমিতে যাচ্ছিলাম। সেখানে কাঠ পোড়ানোর বিষয়ে কথা বলতে গিয়ে আমি যখন সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছিলাম, তখন হঠাৎ করে বাচ্চু আমাকে ধাক্কা দেয় এবং অপমানজনক ভাষায় আমাকে টেনে নিয়ে যেতে থাকে। আমি প্রশাসনের সাহায্য চাইতে চাইলে সে আমাকে ছেড়ে দেয় এবং স্থানীয় বিএনপি নেতা বুদু এসে আমাকে বাড়াবাড়ি না করার জন্য সতর্ক করেন।"
এ ঘটনার পর শিক্ষক আনসারি জানান যে, তিনি দ্রুত লালপুর থানায় একটি মামলা দায়ের করবেন।
অপরদিকে, ভাটা মালিক আনিসুর রহমান বাচ্চুকে ফোন করে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। পরবর্তী সময়ে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। একইভাবে, বিএনপি নেতা বুদুকে ফোন দিলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha