মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল কে সম্বর্ধনা প্রদান করেছে ফরিদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
গতকাল সোমবার রাতে ফরিদপুর জেলা পরিষদের দ্বিতীয় তলায় এই উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহবুব হোসেন পিয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এ মনিরুজ্জামান এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সহ সভাপতি শেখ মনির হোসেন, সহ-সম্পাদক শেখ মফিজুর রহমান শিপন।
এর আগে অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিল্লুর রহমান রাসেল, গীতা পাঠ করেন অসীম দাস। এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ , ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন। বক্তারা বলেন সারাদেশের প্রতিটি জেলাতেই ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অফিস রয়েছে। বক্তারা ফরিদপুর প্রেসক্লাব এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন একসাথে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha