মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির দত্ত মাজাইল গ্রামের কৃষক আব্দুল গফুর মন্ডলের বাড়ির অদূরে সুজানগর মাঠে তার ভোগদখলকৃত সদ্য রোপনকৃত পেঁয়াজের জমিতে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে মই দিয়ে ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের লোকজন সদ্য রোপনকৃত পেঁয়াজের ১০ শতাংশ জমিতে মই দিয়ে ফসলের ক্ষতিসাধন করেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরদিন ২৮ ডিসেম্বর ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল গফুর মন্ডল বাদী হয়ে প্রতিপক্ষ শাহিনূর রহমান গংদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে পাংশা মডেল থানার এসআই মো. কামাল হোসেন সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার বিষয়ে জানতে চাইলে এসআই মো. কামাল হোসেন বলেন, সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha