মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় হৃদয় শেখ (২৩) নামক এক ব্যক্তির মৃত্যু হয়েছে । তিনি প্রাণ কোম্পানির গাড়ির ডেলিভারি ম্যান ছিলেন। জানা গেছে আজ সোমবার দুপুর ১: ৪৫ মিনিটের দিকে ফরিদপুর কোতোয়ালি থানাধীন বাইপাস সড়ক আয়েশা অটোমোবাইল ওয়ার্কশপ দোকানের সামনে পাকা রাস্তার উপর এ সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়।
নিহত হৃদয় শেখ তার পিতার নাম শেখ আব্দুল জব্বার গ্রাম বিল মাহমুদপুর থানা কোতোয়ালী জেলা ফরিদপুর।
জানা গেছে রাজবাড়ি রাস্তা মোড় থেকে মুন্সিবাজার যাওয়ার পথে প্রাণ কোম্পানির ভ্যান চালক , প্রাণ কোম্পানির ভ্যানসহ মাল ডেলিভারি দেওয়ার জন্য মুন্সি বাজারে যাওয়ার সময় বাইপাস সড়কস্ব আয়েশা অটোমোবাইল ওয়ার্কশপ এর সামনে আসলে পিছন দিক থেকে গোল্ডেন লাইনের পরিবহন স্বজোরে ধাক্কা দিলে প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যান হৃদয় শেখ( ২৩) সিটকে রাস্তার উপর পড়ে মাথা ফেটে ঘিলু বাইর হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এ সময় গোল্ডেন পরিবহন দ্রুত গতিতে চলে যায়। স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বাইপাস সড়ক অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha