মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় তারুণ্যের উৎসব শুরু হয়েছে।
সোমবার(৩০ ডিসেম্বর) সকাল দশটায় উৎসবের উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.নজরুল ইসলাম ।
এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শিউলি পারভীন,সমাজসেবা কর্মকর্তা মোফাজ্জল হোসেন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজীম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, নলছিটি উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ মোহসীন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সেলিম তালুকদারের মা সেলিনা বেগম,আন্দোলনে দুইচোখ হারানো বেল্লাল হোসেন হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, আগামীতে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়েছে। আগামীতে নেতৃত্ব দেবে বাংলাদেশের তরুণ সমাজ। এজন্যে তাদেরকে সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে এ উৎসব আগামী ১৯ ফেত্রুয়ারি পর্যন্ত চলবে। প্রধান উপদেষ্টার দপ্তরের তত্ত্বাবধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিতব্য উৎসবে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha