বোরহানুজ্জামান আনিচ, সিনিয়র স্টাফ রিপোর্টার
বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন নির্বাচিত সরকার ছাড়া এ দেশ উন্নয়ন করা সম্ভব নয়।তাই দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। ৩০ ডিসেম্বর সোমবার সকালে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় সীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি তারেক রহমানের ৩১ দফা সকলেই ধারণ করার অনুরোধ জানান।
তিনি আরো বলেন, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য বিএনপি ১৫ বছর আন্দোলন সংগ্রাম করেছেন। সেই আন্দোলনের সুফল আমরা পেতে চলেছি। ফ্যাসিবাদী হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো দেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সজাগ থেকে সেই ষড়যন্ত্রাকে মোকাবেলা করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, দলের নাম ভাঙ্গিয়ে যদি কেউ চাঁদাবাজিসহএলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সোমবার সকালে উপজেলা সদরে অবস্থিত সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমীর মাঠে উপজেলা বিএনপির আয়োজিত প্রায় ৫ হাজার সীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, ইকবাল হোসেন সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha