মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারি অধ্যাপক ডাক্তার শাহিন আক্তার
(জোয়াদ্দার )এর উপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতীকি কর্ম বিরতি ও কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.দিলরুবা জেবা এর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যাক্ষ অধ্যাপক ডাঃ স্বপন কুমার বিশ্বাস,
ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার.সানিয়াত জাহান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা হুমায়ুন কবীর এ সময় ফরিদপুর মেডিকেল কলেজ ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অন্যান্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন অতিদ্রুত যদি শাহীন আক্তার (জোয়াদ্দার )এর উপর হামলাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওনা না হয়।তাহলে আমরা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য থাকবো।
তারা বলেন আমরা সাধারন মানুষকে সেবা থেকে বঞ্চিত করতে চাই না কিন্তু আমরা যদি কর্মক্ষেত্রে নিরাপত্তা না পাই তাহলে আমরা কিভাবে সেবা দিবো।
তাই অতিদ্রুত প্রশাসনের এর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেছে তা দেখতে চাই। প্রশাসন এখনও প্রধান আসামীকে গ্রেফতার করতে পারছে না কেন সেটা জানতে চাই।
এদিকে এ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার বেলা ১১ টায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha