আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ১২:০০ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৩০, ২০২৪, ১২:৪৯ পি.এম
মোহনপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহী’র মোহনপুর উপজেলায় বাংলাদেশ স্কাউটস, মোহনপুর, রাজশাহী’র আয়োজনে (২৯ ডিসেম্বর) রবিবার সময় সন্ধ্যা ০৭টার দিকে আথরাই উচ্চ বিদ্যালয় মাঠে কাব ক্যাম্পুরী অনুষ্ঠানে উপজেলার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০টি ইউনিটের ৩০০ জন ছাত্র অংশগ্রহণ করেন, ১ জন ইউনিট লিডার ও ৬ জন ছাত্র মিলে ১টি ইউনিট গঠন করা হয়েছে। ৫০টি ইউনিটের প্রধান ৫০ জন ইউনিট লিডার নিয়ে ২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পঞ্চম উপজেলা কাব ক্যাম্পুরী পরিশর্দন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজশাহী আফিয়া আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্যাম্পুরী চীফ আয়শা সিদ্দিকা, প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজশাহী আফিয়া আখতার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার খন্দকার সাগর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) তরিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নুরুন নবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম মাহমুদ হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার রশিদা ইয়াসমিন, সহকারি শিক্ষা অফিসার কে.এ.এম মাহবুব হাসান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী মোল্লা।
এছাড়াও আর উপস্থিত ছিলেন ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের (প্যানেল) চেয়ারম্যান আমিনুল ইসলাম, আথরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কাইউম, ডেপুটি ক্যাম্পুরী চীফ (সার্বিক) ও বসন্তকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সরকার, আথরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম, ক্যাম্পুরী প্রোগ্রাম চীফ সহকারী শিক্ষক রেজাউল ইসলাম, মঈন উদ্দিন ও সোহেল রানা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha