মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুরে কৃষি বিপণন আইন, বিধি এবং নীতি সংবেদনশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টার দিকে ফরিদপুর শহরতলীর ব্রাক লার্নিং সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি বিপণন অধিদপ্তর ফরিদপুরের উদ্যোগে।
এ অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন জ্যেষ্ঠ কৃষি বিপণ কর্মকর্তা খামারবাড়ি ঢাকা মোঃ জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন ফরিদপুর কৃষি বিপণন কার্যালয়ের জ্যেষ্ঠ কৃষি বিবরণ কর্মকর্তা শাহজাদ হোসেন।
এ কর্মশালায় কৃষি বিপণন আইন ২০১৮ কৃষি বিপন্ন ২০২১ জাতীয় কৃষি বিপণন নীতি ২০২৩ বিষয়ে আলোকপাত করা হয়।
কর্মশালায় কৃষি বিপরণ আইন এবং বিধিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের লাভজনক মূল্য পায় এবং ব্যবসায়ী যাতে কম লাভ করে ভোক্তাদের কাছে পণ্যটি পৌঁছে দিতে পারে এ কর্মশালায় সে বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়
কর্মশালায় উপস্থাপনা করেন পলিটি একটিভিটি এর জ্যেষ্ঠ ম্যানেজার মোহাম্মদ আশিক বিল্লাহ।
দিনব্যাপী এ কর্মশালায় ফরিদপুরের ব্যবসায়ী বিভিন্ন স্তরের উদ্যোক্তা নারী সহ ৩৫ জন অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫