মোঃ আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য ‘এক টাকায় স্বাস্থ্যসেবা’ কর্মসূচির আয়োজন করেছে নাটোর স্বার্থরক্ষা কমিটি।
শনিবার (২৮ ডিসেম্বর) নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে নাটোর স্বাস্থ্য বিভাগ।
এদিন সকাল ৯টায় শুরু হয়ে বিকেল পর্যন্ত এই কার্যক্রমে ‘চিকিৎসাসেবা’ দেন নাটোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাজেশ কুমার সাহা এবং বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আব্দুস সালাম শেখ।
চিকিৎসাসেবা নিতে আসা রাবেয়া বানু বলেন, কয়েকদিন ধরে নানান সমস্যায় ভুগছি। এখানে এসে ডাক্তার দেখাতে পেরে খুব ভালো লেগেছে। তারা আমাকে পরামর্শ দিয়েছেন, কীভাবে চলতে হবে এবং ঔষধ খেতে হবে।
আয়োজকরা জানান, ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। এ কর্মসূচির মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা ছাড়াও বিনামূল্যে কয়েক ধরনের ঔষধ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha