তাসলিমা আক্তার বিথী, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রজন্মের জন্য উন্নত, সুশিক্ষায় শিক্ষিত, দক্ষ, বৈষম্যমুক্ত, দারিদ্র্যমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ আমাদের অঙ্গিকার এই প্রতিপাদ্যে শনিবার (২৮ ডিসেম্বর) খাগড়াছড়ি সদর উপজেলার মিলনপুর গাইরিং কনফারেন্স রুমে জাবারাং কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জাবারাং কল্যাণ সমিতির কর্মসূচি সমন্বয়কারী বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। এসময় জাবারাং কল্যাণ সমিতির চেয়ারপার্সন এস অনন্ত বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোঘর স্কুলের প্রিন্সিপাল অশোক কুমার চাকমা ও নির্বাহী কমিটির সদস্য চিংমে প্রু মারমাপ্রমূখ।
সভায় বক্তারা জাবারাং এর বিভিন্ন কার্যক্রমের জন্য পরামর্শ প্রদান সহ উত্তরোত্তর সফলতা কামনা করে। এছাড়া, জাবারাং এর বিগত বছরের কার্যক্রম এবং ভবিষ্যত কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় জাবারাং কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111