সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ফ্রি মেডিকেল ক্যাম্পেইন শুরু করেছে।
শনিবার সকালে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি, এমফিল সেবা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি জানান, প্রতি বছরের মতো এ বছরও ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সেনাসদস্যরা মেডিকেল ক্যাম্পেইনসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মেডিকেল ক্যাম্পেইনে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক, যারা মেডিসিন, চক্ষু, কান, গলা, সার্জারি সহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫