ঝালকাঠির নলছিটিতে ট্রাকের সঙ্গে ধাক্কায় মো. আবু হানিফ(৪৫) নামে মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আবু হানিফ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও দুমকি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের মো. আমজাদ আলী মৃধার ছেলে।
জানা গেছে, দুমকি সরকারি জনতা কলেজ মাঠে চলমান ডে-নাইট উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা শেষে নিজ মোটরসাইকেলে বরিশালের বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে বরিশাল - পটুয়াখালী আঞ্চলিক মহা-সড়কের দপদপিয়া চৌমাথা এলাকায় রাস্তার পাশে থামানো গাছ ভর্তি একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
aa
নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্র্যাকটি পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫