গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭০ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ২২৬ জন আর এই সময়ে করোনায় মারা গেছে সাত জন। শনাক্তের হার ৪৮.০৮।
ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানায়, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৭০ টি এর মধ্যে শনাক্ত হয়েছে ২২৬। আক্রান্তের হার ৪৮.০৮ শতাংশ। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১২ হাজার ৮৩৪জন, সুস্থ হয়েছে ১১ হাজার ৬৭ জন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম জানান, নিহতদের মধ্যে দুই জন করোনা পজেটিভ এবং পাঁচ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
কোভিড-১৯ এ মারা যাওয়া ব্যক্তিরা হলো, জাহানারা বেগম (৬০), দেলোয়ার হোসেন (৭০), শিরিন আক্তার (৩৭),শুকুরন নেছা (৭০), নাসরিন (৪২), আব্দুল মোতালেব (৭৫) এবং জাহাঙ্গীর হোসেন (৬২)।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha