ফরিদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) বিকেলে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চণ্ডিপুরে হরিসভার মাঠে সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু।
এ সময় তিনি বলেন, "ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তার দোসররা দেশের অস্তিত্বের উপর একের পর এক আঘাত করছে। বাংলাদেশ এখন এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন। এই পরিস্থিতিতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র বিনির্মাণের অন্য কোন বিকল্প নেই। তাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠন করে সকল অপশক্তির ষড়যন্ত্রের সমুচিত জবাব দিতে হবে।"
ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা বক্তব্য দেন।
এর আগে, উক্ত জনসভা সফল করতে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে যোগ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫