রাত পোহালেই আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে ফরিদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ২০২৫ সালের নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যদের মধ্যে প্রচন্ড উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আগামীকাল শনিবার সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন প্রার্থী নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন দপ্তর সম্পাদক পদে এস এম মাসুদুর রহমান তরুণ, প্রচার ও সম্পাদক হিসেবে আবিদুর রহমান নিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পদের পদে বিভাষ দত্ত, তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক হিসেবে মুইজজূর রহমান রবি, ক্রীড়া সম্পাদক হিসেবে শ্রাবণ হাসান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী এবং তরিকুল ইসলাম হিমেল; সহ-সভাপতি পদে মোঃ হেমায়েত হোসেন হিমু, মনির হোসেন, সেবানন্দ বিশ্বাস, নুরুল ইসলাম আনজু,
সঞ্জীব দাস, আশরাফুজ্জামান দুলাল।
সাধারণ সম্পাদক পদে মাহবুব হোসেন পিয়াল বর্তমান সাধারণ সম্পাদক, মাহবুবুল ইসলাম পিকুল, মোহাম্মদ নাজিমুদ্দিন বকাউল, সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ মফিজুর রহমান শিপন, আনোয়ার জাহিদ, অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহাদাত হোসেন তিতু, খন্দকার আরশাদ কাজল।
সদস্য পদে নির্বাচন করছেন মোহাম্মদ নজরুল ইসলাম, শেখ ফয়েজ আহমেদ, মানিক কুমার দাস, জাহিদুল ইসলাম, বিকে শিকদার সজল, রুহুল আমিন, এস এম রুবেল ও এস এম জাহিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন প্রেসক্লাব সদস্য এম এ সালাম, সহকারী নির্বাচন কমিশনার মঞ্জুয়ারা স্বপ্না, হাসানুজ্জামান।
উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সবাই প্রত্যাশা করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha